• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩২ রাত ১২:১৮:১৪ (04-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩২ রাত ১২:১৮:১৪ (04-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ব্যবসায়ীকে জরিমানা

৩ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:২৬

চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ করা এবং মূল্য বিহীন মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে মিষ্টি ও ঔষধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ।

৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টায় হাটবোয়ালিয়া বাজারে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান,পরিচালিত হওয়া তদারকিতে নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ ও খাদ্য পণ্যের বাজার তদারকি করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে মেসার্স হৃদয় মিষ্টান্ন ভান্ডারের মালিক দিলবার হোসেনকে ৫ হাজার টাকা ও মেসার্স সোহাগ মিষ্ঠান্ন ভান্ডারের মালিক আব্দুস সুবহানকে ৩০ হাজার টাকা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা সর্বোচ্চ খুচরো বিক্রি মূল্য বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার দায়ে মেসার্স বিশ্বাস মেডিকেল কেয়ারের মালিক নওশাদ বিশ্বাসকে ফার্মেসী আইনে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়।

এছাড়া হাটবোয়ালিয়া বাজারে বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। ওই সময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনা-বেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য-ঔষধ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।

তদারকি পরিচালনা কাজে সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ