• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১১:৫৯:৪৫ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১১:৫৯:৪৫ (17-May-2024)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে হারানো লাখ টাকা ফেরত দিলেন পুলিশ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় হারিয়ে যাওয়া এক লক্ষ টাকা উদ্ধার করে মালিকের স্বামীর নিকট হস্তান্তর করে মানব সেবা ও পুলিশ প্রশাসনের ভাবমূর্তিকে আরও প্রসারিত করে দৃষ্টান্ত স্থাপন করলো জগন্নাথপুর থানা-পুলিশ।৮ মে বুধবার সকালে জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার খোদেজা বেগম সোনালী ব্যাংক, জগন্নাথপুর শাখা হতে এক লক্ষ টাকা উত্তোলন করে নিজ বাসায় যাওয়ার সময় রাস্তায় টাকাগুলো অজ্ঞাতস্থানে হারিয়ে ফেলেন।অনেক খোঁজাখুঁজির পর টাকা না পেয়ে বিষয়টি মৌখিকভাবে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে অবহিত করেন।  এ সময় হারানো টাকার মালিক খোদেজা বেগমের সাথে বিস্তারিত কথা বলে টাকা হারানোর সম্ভাব্য স্থানসমূহে খোঁজ খবর নিয়ে হারানো টাকা পাওয়ার ব্যাপারে সহযোগিতা করার জন্য থানার সাবইন্সপেক্টর জিয়া উদ্দিনকে নির্দেশ প্রদান করেন কর্মকর্তা আমিনুল ইসলাম।বিষয়টি বিচক্ষণতার সাথে বিভিন্ন পথ অবলম্বন করে ৪ দিন পর হারানো টাকা পাওয়া ব্যক্তিকে সনাক্ত করে তার কাছ থেকে নগদ এক লক্ষ টাকা উদ্ধার করেন সাবইন্সপেক্টর জিয়া উদ্দিন।১২ মে রবিবার হারিয়ে যাওয়া নগদ ১ লক্ষ টাকা খোদেজা বেগমের স্বামী সৈয়দ বাহারুল ইসলামের হাতে তুলে দেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল। এদিকে হারানো টাকা ফিরে পেয়ে আনন্দে আত্মহারা খোদেজা বেগমের স্বামী সৈয়দ বাহারুল ইসলাম ও তার পরিবার।পরিবারের লোকজন জানান, পুলিশ আমাদের বন্ধু, তা আজ সত্যিকারভাবে প্রমাণ পেলাম। আমাদের শেষ সম্বল পেনশনের হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে দেওয়ায় অনেক খুশি। কর্মকর্তা আমিনুল ইসলাম ও অফিসার জিয়া উদ্দিনসহ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।