• ঢাকা
  • |
  • বুধবার ৫ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০৭:১৯ (20-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লক্ষ্মীপুরে অস্ত্র ও ইয়াবাসহ তিন যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। ৯ আগস্ট শনিবার ভোররাতে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তার বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।যৌথবাহিনীর দাবি, আটক যুবকরা দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রেফতাররা হলেন- আহম্মদ ফারুক রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯) ও এহসান আহম্মেদ (২৪)।এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুইটি এলজি পিস্তল, তিনটি রামদা, পাঁচটি চাকু, একটি পিস্তলের ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি, ৮৩ পিস ইয়াবা বড়ি, একটি সেনাবাহিনীর ইউনিফর্ম, নগদ ৩৬ হাজার টাকা এবং মাদক ব্যবসার হিসাব সংরক্ষিত চারটি খাতাও জব্দ করা হয়েছে।লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খাঁন জানান, সাবেক সেনা কর্মকর্তার পরিবার বিদেশে বসবাস করার সুবাধে বাড়ির কেয়ারটেকার অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। আটকরা দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসায় লিপ্ত ছিল এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিল। অভিযান শেষে আটক তিনজনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. আবদুল মন্নাফ জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে।এদিকে এ ধরনের অভিযান এলাকায় নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।