কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় কোরবানির হাট কাঁপাবে বিশাল আকৃতির পাকিস্তানি শাহীওয়াল জাতের এক টন ওজনের ষাঁড় বস’।
সাদা আর কালো রঙের ছয় ফুট উচ্চতা, আট ফুট লম্বা ষাঁড়টি যেমন বলবান ও তেমনি তেজি। বলবান ও নবাবী চাল-চলনের জন্য মালিক শিমুল হোসেন আদর করে নাম রেখেছেন ‘বস’।
এরই মধ্যে গরুটি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশাল আকৃতির পাকিস্তানি শাহীওয়াল গরুটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা ও ব্যবসায়ীরা।
গরুটিকে দেখতে আসা আশিকুর রহমান বলেন, লোকের মুখে শিমুল হোসেনের গরুটির নাম শুনেছি। তাই আজ দেখতে এলাম। আমাদের এলাকায় এর আগে কোথাও এত বিশাল আকারের ষাঁড় গরু দেখিনি।
বসকে গ্রামের একটি খামার থেকে শখ করে কিনে এনেছিলেন মালিক। এরপর দীর্ঘ চার বছর ধরে ফার্মে প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করছেন।
শক্তিশালী এই গরুটিকে সামলাতে কখনো কখনো পাঁচ থেকে সাত জন লোক লাগে। দিন-রাত চালিয়ে রাখতে হয় ফ্যান ও লাইট। গরুটির মালিক শিমুল হোসেনের দাবি, এটি জেলার সবচেয়ে বড় গরু। গরুটির দাম হাঁকা হচ্ছে ৭ লাখ টাকা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available