• ঢাকা
  • |
  • বুধবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৩:৪৩:৩৪ (21-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৩:৪৩:৩৪ (21-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২১ মে ২০২৫ সকাল ০৯:০৮:৩৯

লক্ষ্মীপুরে গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা ওই অটোরিকশার যাত্রী ছিলেন। এ সময় রিজভি ও আকাশ নামে আরও ২ জন আহত হন।

২০ মে মঙ্গলবার ভোরে কমলনগর উপজেলার করইতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও কমলনগর উপজেলার চরফলকন গ্রামের নুরুল আমিনের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও একই উপজেলার কাদিরপন্ডিতের হাট এলাকার নোয়াব আলীর ছেলে মুরগী ব্যবসায়ী ওসমান গণি (৫০)।

এ দিকে স্বেচ্ছাসেবকদল নেতা রফিকের মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানায়, স্বেচ্ছাসেবক দল নেতা রফিক বাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে বাসযোগে এসে লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় নামেন। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে তিনিসহ অন্য যাত্রীরা কমলনগর উপজেলার হাজিরহাট রওয়ানা দেয়। পথিমধ্যে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আহত অবস্থায় রফিকসহ ৩ জনকে সদর হাসপাতালে নেয়া হলে রফিককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর নিহত ওসমানও ঢাকা থেকে এসেছেন। তিনি একই অটোরিকশার যাত্রী ছিলেন। তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। ঘটনার পর থেকেই অটোরিকশা চালক পলাতক রয়েছে।

নিহত ওসমানের মামাতো ভাই টিপু বলেন, ওসমান ঢাকায় হার্নিয়া অফারেশন করেছে। বাড়িতে ফেরার পথে অটোরিকশা দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, দুর্ঘটনার পর রফিক নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই রফিক মারা গেছেন।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ রয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের
২১ মে ২০২৫ বিকাল ০৩:৩৩:২৭