• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৫:২০:২৯ (15-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৫:২০:২৯ (15-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দাবি পূরণে দ্বিতীয় দিনেও কাকরাইলে জবি শিক্ষার্থীদের অবস্থান

১৫ মে ২০২৫ দুপুর ১২:৩০:৩৪

দাবি পূরণে দ্বিতীয় দিনেও কাকরাইলে জবি শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিনিধি: আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি আগামী অর্থবছর থেকে কার্যকর করাসহ তিন দফা দাবি পূরণে টানা দ্বিতীয় দিনের মতো কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

১৫ মে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিচ্ছেন।

এর আগে বুধবার দিনভর আন্দোলনের পর রাতেও শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান করেন। তারা বলছেন, দাবি আদায় না করে ক্যাম্পাসে ফিরবেন না।

জবি শিক্ষার্থীদের বাকি দুটি দাবি হলো-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

এদিকে গতকালের মতো আজও মৎস্যভবন থেকে কাকরাইলের দিকে যাওয়ার সড়কে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তাও বন্ধ করে দিয়েছেন তারা। এতে এই পথে যান চলাচল বন্ধ আছে।

এছাড়াও কাকরাইল মসজিদের সামনে কাকরাইল মোড়ে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করছে দেখা গেছে। এ সময় শিক্ষার্থীদের সড়কের মাঝপথে বসে পড়তেও দেখা গেছে।

আন্দোলন ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার নিরাপত্তায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নওগাঁয় অভিভাবক মত বিনিময় সভা
১৫ মে ২০২৫ বিকাল ০৩:০২:৩৮


পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব
১৫ মে ২০২৫ দুপুর ০২:০৯:২৪