কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির।
১৪ মে বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিজিবি বিওপি ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় ১০ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির আরও বলেন, যেখানে কাঁটাতারের বেড়া নেই কিংবা বাঁশের বেড়া দেয়া আছে, সেখান থেকেও কোনো তথ্য পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সচেষ্টভাবে দায়িত্ব পালন করে আসছে।
উল্লেখ্য, কুমিল্লা জেলার ১০৬ কিলোমিটারসহ ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার মোট ৩২৭ কিলোমিটার সীমান্ত কুমিল্লা সেক্টরের অধীনে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশের চৌদ্দগ্রাম সীমান্ত সংলগ্ন।
বিজিবি সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরীতে নতুন বিওপির কার্যক্রম শুরু হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এই সীমান্ত এলাকায় সীমান্ত হত্যা বন্ধ, নারী ও শিশু মানব পাচার রোধ, মাদকসহ সকল ধরনের চোরাচালান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বিজিবি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available