• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:৩৭:৫২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:৩৭:৫২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

তেঁতুলিয়া সীমান্তে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুড়া এলাকার সীমান্তে বড়বিল্লা, বগুলাহাটি, কীর্তনপাড়ায় অবৈধভাবে পাথর উত্তোলন করছে প্রভাবশালী একটি চক্র। ড্রেজার মেশিন ব্যবহার করে ভজনপুরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। প্রশাসন মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও থেমে নেই পাথর উত্তোলনের কাজ।স্থানীয়রা জানান, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলুর ভাই কাজী মকছেদ আলী রাতের আঁধারে সীমান্তের শূন্য রেখা থেকে পাথর উত্তোলন করছেন।জানা গেছে, সীমান্তের শূন্য রেখায় মাহাবুব কাজী, শালবাহান থেকে আনোয়ার হোসেন, আলআমিন, বগুলাহাটি এলাকায় ইউসুফ আলী, গণাগছ জমি থেকে সিরাজুল ইসলাম, শাহজাহান আলী, ভদেরশর এলাকায় পাপ্পু, আশরাফুল, কীর্তনপাড়ায় রহমান, আইবুল ও আমিরুল দেবনগরের বেশ কিছু এলাকায় রাতের আঁধারে পাথর উত্তোলন করেন।তেঁতুলিয়া বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মোনায়েম খান বলেন, সীমান্তের বড়বিল্লায় কাজী মকছেদের যে পাথর আছে সেটা আগের। আমরা সেখান থেকে ড্রেজার মেশিন জব্দ করে থানায় জমা দিয়েছি। আর সীমান্তের সনাতন পদ্ধতিতে মাহাবুব কাজী মাঝে মধ্যে পাথর উত্তোলন করেন।তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খশরু বলেন, এর আগে অভিযান পরিচালনা করেছি, আবারও অভিযান পরিচালনা করা হবে।