নাটোর (সিংড়া) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অনুমোদনহীন ব্যক্তিগত বিএনপি পার্টি অফিসে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ আলহাজ্ব আব্দুল কুদ্দুস আকন্দ (৫৫) নামে একজনকে আটক করেছে।
১১ মে রোববার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল কুদ্দুস আকন্দ বামিহাল গ্রামের মৃত খোকা আনন্দর ছেলে।
জানা যায়, আব্দুল কুদ্দুস আকন্দ ৫ আগষ্ট এর পরে উপজেলার বামিহাল বাজারে তার বাসার নিচ তলায় অনুমোদনহীন বিএনপির পার্টি অফিস স্থাপন করে ব্যাপক ভূমি দখল, চাঁদাবাজি করে আসতেছিল।
সে নিজেকে ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী দলের সভাপতি দাবি করলেও ৫ আগষ্ট এর আগে বিএনপির কোন মিছিল, মিটিং-এ অংশগ্রহণ করেনি। পূর্বে সে আওয়ামী লীগের কর্মী ছিলো বলেও জানা যায়।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, ওই বিএনপির অফিস টি অনুমোদনহীন ব্যক্তিগত পার্টি অফিস। তার এই সকল কার্যক্রমের কারণে এলাকায় ব্যাপক ত্রাস সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করে সিংড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। ওই এলাকায় অভিযান অব্যহত আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available