• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:৪৬:০৭ (04-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কুমিল্লায় ট্রলি উলটে খালে, একই গ্রামের ৩ নারী নিহত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার তিতাসে সড়ক থেকে ট্রলি উলটে নদীতে পড়ে একই গ্রামের তিন নারী নিহত হয়েছেন।৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি-চররাজাপুর সড়কের পার্শ্ববর্তী তিতাস নদীর একটি শাখা খালে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, কড়িকান্দি গ্রামের শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিন নারী তিতাস নদীর একটি শাখা খালে গোসল করতে নেমেছিলেন, এমন সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রলি ওই এলাকার ইমন মিয়ার বাড়ির সামনে এসে উলটে খালের পানিতে থাকা নারীদের ওপর পড়ে যায়, এতে ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান এবং সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে জানতে চাইলে তিতাস থানার অফিসার ইনচার্জ মো. খালেদ সাইফুল্লাহ বলেন, তিতাসের কড়িকান্দি এলাকার চররাজাপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। এতে একই গ্রামের তিন নারী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।এদিকে একই পরিবারের তিন নারীর মৃত্যুর খবর শুনে আশপাশের কয়েক গ্রামের মানুষ ঘটনা স্থলে এসে নারীদের মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক তিতাস থানা পুলিশ ঘটনা স্থলে গিয়েছেন।