• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৩:৫৩ (11-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৩:৫৩ (11-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আশুলিয়ায় আওয়ামী লীগ নেতার ভাইকে ছুরিকাঘাতে হত্যা

৮ মে ২০২৫ সকাল ০৭:৫৩:২৭

আশুলিয়ায় আওয়ামী লীগ নেতার ভাইকে ছুরিকাঘাতে হত্যা

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় রুবেল মন্ডল (৩৬) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

৭ মে বুধবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দেউন এলাকার নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণ পাড়া এলাকার নায়েব আলী মন্ডলের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমীন মন্ডলের ভাই। রুহুল আমিন মন্ডল আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় গত ৫ আগষ্টের পর এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এরপর থেকে ভাইয়ের মাছের খামার, ঝুট ব্যবসা ও বালুর ব্যবসা দেখাশুনা করতো নিহত রুবেল মন্ডল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পাড়াগ্রামের দেউন এলাকার নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে। এছাড়া হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ