• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩২ রাত ১২:১০:৪৫ (07-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩২ রাত ১২:১০:৪৫ (07-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দৌলতখানে ৬৩৯জন শিক্ষকের ১ ঘণ্টা কর্মবিরতি

৬ মে ২০২৫ রাত ০৮:২৪:০৭

দৌলতখানে ৬৩৯জন শিক্ষকের ১ ঘণ্টা কর্মবিরতি

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: উচ্চ বেতন গ্রেডসহ একাধিক দাবিতে গতকাল ৫ মে সোমবার থেকে দৌলতখান উপজেলায় সারা দেশের ন্যায় এক ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

প্রায় ৬৩৯ জন সহকারী শিক্ষক আগামী ১৫ মে পর্যন্ত ক্লাসের দিনে এক ঘণ্টা করে এই কর্মবিরতি পালন করবেন। এরপর পর্যায়ক্রমে কর্মবিরতির সময় বাড়বে।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ব্যানারে ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি. দৌলতখান উপজেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

সহকারী শিক্ষক পদকে এন্ট্রি (চাকরিতে প্রবেশ) পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তাঁরা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি. দৌলতখান উপজেলা শাখার সভাপতি মো ফরহাদ হোসেন নোমান বলেন, ‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটি শিক্ষকদের বেতন এন্ট্রি লেভেলে ১২তম গ্রেডে নির্ধারণ ও চার বছর পর পদোন্নতি দিয়ে ১১তম গ্রেড দেওয়ার সুপারিশ করেছে। কিন্তু আমরা চাচ্ছি এন্ট্রি পদেই সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ