খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর পূর্বতীর রক্ষায় শতকোটি টাকা ব্যায়ে নির্মাণ করা বাঁধের ৫০ গজ দূর থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে আওয়ামী লীগ ও বিএনপির নামধারী ব্যবসায়ীরা।
প্রতিদিনের মতো ৫মে সোমবার সকালে জানিপুর গ্রামের নদীর তীর রক্ষা বাঁধের নিচে থেকে এক বালু ব্যবসায়ী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করে। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নেতা ও এলাকাবাসীরা ড্রেজার চালকদের ধাওয়া করে। এর কিছু সময় পর দ্বিতীয় দফায় নদীর একই স্থানে একই মালিকের ড্রেজার মেশিন অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। এ সময় নদী তীরের বাসিন্দাররা স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মোবাইল ফোনে অবহিত করে। এক পর্যায়ে বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী আব্দুল হাকিমকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমান করেন।
উপজেরা রাজস্ব অফিসের অফিস সহকারী লোকমান হোসেন জানান, গড়াই নদীর খোকসা অংশের ওসমানপুর, হিজলাবট, বামনপাড়া, মুকশিদপুর, চাঁদট, ও হিজলাবট বালিমহল ইজারা হয়ে থাকে। অজ্ঞাত কারণে এ বছর এসব বালিমহল ইজারা হয়নি।
উপজেলা বিএনপির নেতা মোস্তাফিজুর মোস্তাক জানান, তারা একটি কবর স্থানের জন্য নদী থেকে সামান্য কিছু বালু তুলেছেন। কিন্তু আওয়ামী লীগের নেতা আব্দুল হাকিম ড্রেজার মেশিন দিয়ে বাঁধের বিভিন্ন স্থান থেকে বালি তুলে বিক্রি করছে। সোমবার সকালে তিনি নিজে এলাকাসীদের সাথে হাকিমের ড্রেজার মেশিনের লোকদের ধাওয়া করেন। প্রথমে এক নৌকা বালু নিয়ে তারা পালিয়ে যায়। বেলা ১০ টার দিকে দ্বিতীয় দফায় বালুকাটার জন্য আবার ড্রেজার নিয়ে আসে। এ সময় বাধ্য হয়ে প্রথমে থানা পুলিশ ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন জানান, নদীর তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বৃহৎ বাঁধ রয়েছে। অনেক মানুষের বসতি নদীর তীরে। রয়েছে বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। এখান থেকে বালু তুলবেনা বলে ওই ব্যবসায়ী মুচলেকা দিয়েছেন। তাকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available