ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: গাজীপুর মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে সকাল ৯টা থেকে ফটিকছড়িতে সড়ক-মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করছে আহলে সুন্নাত ওয়াল জামাত।
অবরোধ চলাকালীন খাগড়াছড়ি হতে হাতের অপারেশন করাতে চট্টগ্রামের চকবাজার মেডিকেল যাচ্ছিলেন রশিদ উদ্দীন নামে এক ব্যক্তি। শান্তি পরিবহনে করে তিনি বিবিরহাট বাস স্টেশন পৌঁছালে অবরোধকারীরা গাড়ি থামিয়ে দিলে রশিদ উদ্দীন নিরুপায় হয়ে প্রেসক্রিপশন হাতে হাঁটতে শুরু করেন।
তাৎক্ষণিকভাবে বিষয়টি ইউএনও মোজাম্মেল হক চৌধুরীর নজরে আসলে তিনি তার সহকারী ও সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় নিজের গাড়িতে বসিয়ে তাকে নাজিরহাট পর্যন্ত পার করে দেন। এ ঘটনায় স্থানীয়ভাবে প্রশংসায় ভাসছেন ইউএনও মোজাম্মেল হক চৌধুরী।
জানতে চাইলে তিনি বলেন, রশিদ উদ্দীন নামের ব্যক্তিটির দুপুর ২টায় চট্টগ্রাম শহরের একটি প্রাইভেট ক্লিনিকে অপারেশনের কথা রয়েছে। অবরোধের কারণে রোগীটি টিক সময়ে পৌঁছাতে না পারলে বড় ক্ষতি হয়ে যেতো। তাই আমি তাকে আমার গাড়িতে করে ক্লিনিকে পৌঁছে দিয়েছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available