• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:২১:৪৮ (06-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:২১:৪৮ (06-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সুনামগঞ্জে এক কিশোরের ছুরিকাঘাতে অপর কিশোর নিহত

৬ মে ২০২৫ সকাল ১০:৫৯:৫৯

সুনামগঞ্জে এক কিশোরের ছুরিকাঘাতে অপর কিশোর নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫০০ টাকার জন্য এক কিশোরের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন মিয়া নামে অপর এক কিশোর নিহত হয়েছে।

৫ মে সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাজার এলাকায় ঘটনাটি ঘটে। 

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হোসেন মিয়া দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। অভিযুক্ত কিশোর একই গ্রামের মর্তুজ আলীর ছেলে হুসাইন (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে যায়। এ সময় পূর্ব নৈনগাঁও গ্রামের কিশোর হুসাইন মিয়া হোসেন মিয়ার কাছে টাকা চায়। টাকা দিতে রাজি না হয়ে হোসেন মিয়া দৌড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। ওই কিশোর হোসেন মিয়াকে ধরে পেটে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী দ্রুত হোসেন মিয়াকে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতককে আটক করতে আমাদের অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। অভিযুক্তকে আটক ও তদন্ত করলে সব কিছু জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদুল আজহায় ১০ দিন ছুটি ঘোষণা
৬ মে ২০২৫ দুপুর ০২:৩১:৪৪

ইসরায়েলের বিমান আটকে দিল তুরস্ক!
৬ মে ২০২৫ দুপুর ০২:২৭:০৬