গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চাকুরির প্রলোভনে কিশোরীকে (১৩) দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগ পাওয়া গেছে।
ঘটনা ঘটেছে উপজেলার পৌর এলাকার কেওয়াড় পূর্ব খণ্ড গ্রামে। ভিকটিম বাদী হয়ে ৪ রোববার রাতে থানায় মামলা করেছে। পুলিশ অভিযুক্ত খাদিজাকে (৪০) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
অভিযুক্ত খাদিজা ময়মনসিংহ জেলার দোবাউড়া থানার মান্দানিয়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী। তিনি শ্রীপুরের ওই গ্রামের আক্তারুজ্জামানের বাড়িতে ভাড়া থেকে দেহ ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকার মা-বাবার ত্যাগ করা কিশোরী (১৩)। এক মাস পূর্বে খাদিজা তাকে চাকুরির প্রলোভনে শ্রীপুরে তার হেফাজতে নিয়ে আসেন। এক পর্যায়ে খাদিজা ওই কিশোরীকে দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে বাসা বাড়িতে দেহ ব্যবসা করাতে শুরু করেন। গত ১৫ এপ্রিল খাদিজা তাকে এক ঘরে আটকে চার যুবকের সাথে দৈহিক মিলনে বাধ্য করে। পরে তাকে কোনো টাকা দেয়নি। ফের ১ মে দুই যুবকের সাথে ওই কিশোরীর দৈহিক মিলন করানো হয়। এদিন ও তাকে কোনো টাকা দেয়নি খাদিজা। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ভিকটিম ডাক চিৎকার শুরু করে। স্থানীয়রা এসে খাদিজাকে আটক করে। বিষয়টি স্থানীয় ভাবে আপোষের চেষ্টা করে একটি পক্ষ। ব্যর্থ হয়ে সোমবার পুলিশে খবর দেয় স্থানীয়রা।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত খাদিজা ওই কিশোরীকে চাকুরির প্রলোভনে শ্রীপুর আনে। তার হেফাজতে রেখে বিভিন্ন স্থানে দেহ ব্যবসা করাতো। স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মামলা করেছে। মঙ্গলবার দুপুরে ভিকটিম ও গ্রেফতার খাদিজাকে আদালতে সোপর্দ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available