• ঢাকা
  • |
  • সোমবার ২২শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:০৪:২৩ (05-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২২শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:০৪:২৩ (05-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

৫ মে ২০২৫ সকাল ১০:৪৮:৪৭

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দু'দল গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হলে কুদ্দুস মোল্লা (৫০) নামে একজন নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হন।

৫ মে সোমবার সকালে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বজলু মুন্সি ও দবির মাতুব্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার ও গ্রাম্য দলাদলি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার বজলু মুন্সি দলের মিরাজ মেম্বার ও দবির মাতুব্বর দলে যোগদান করেন। এ যোগদান উপলক্ষে দবির মাতুব্বর গ্রুপের লোকজন আয়োজন করে পিকনিকের। এ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্সলাইট জ্বালিয়ে দুই পক্ষ ঢাল, সরকি, রামদা, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের এক পর্যায়ে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা নিহত হন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এক দল থেকে অন্য দলে যোগদানের পর পিকনিকের আয়োজনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনায় নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ