মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ২০১৩ সালের বহুল আলোচিত চার খুনের মামলায় নতুন করে তদন্তে গতি আনতে এক যুগ পর কবর থেকে উত্তোলন করা হলো নিহত নাজিম উদ্দিনের (২৭) দেহাবশেষ।
৪ মে রোববার দুপুরে সিংগাইর উপজেলার গোবিন্ধল সরকার পাড়া কবরস্থান থেকে পুলিশি তত্ত্বাবধানে নাজিমের হাড়গোড় উত্তোলন করা হয়। তিনি ওই এলাকার মনজু মোল্লার ছেলে।
জানা যায়, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সিংগাইরের গোবিন্ধল গ্রামে সংঘটিত চার খুনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। তদন্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিলে আদালত নিহত নাজিমের মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিকের উপস্থিতিতে সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাক ও সিংগাইর থানার ওসি তৌফিক আজমের নেতৃত্বে মরদেহের দাঁত, হাড় ও খুলি সংগ্রহ করা হয়।
ওসি তৌফিক আজম জানান, উত্তোলিত নমুনাগুলো ডিএনএ বিশ্লেষণের জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে তদন্ত আরও এগিয়ে নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available