লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপার হাটে আব্দুল হালিম বাদল নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
৩ মে শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরতর আহত ওই ব্যবসায়ীকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর ভাই ইউপি সদস্য আবু সাঈদ পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে বলা হয়, রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় নিজের দোকানের পাশেই চন্দ্রপুর ইউনিয়নের সতিরপাড় এলাকার তমিজ উদ্দিন তপিসহ কয়েকজন বাদলের পথরোধ করে হামলার চেষ্টা করে। এসময় ওই ব্যবসায়ী দৌড়ে পাশের আব্দুল জলিলের মুদি দোকানে আশ্রয় নিলে সেখানেই চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বাদলকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী অস্ত্র উঁচিয়ে সেখান থেকে চলে যায়। হামলায় ওই ব্যবসায়ীর দুই পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে জখম হয়েছে।
হামলার সময় বাদলের পকেটে থাকা এক লাখ ও জলিলের দোকানে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়ার পাশাপাশি দোকানের মালপত্র তছনছ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে ঐ ব্যবসায়ীর ভাই ইউপি সদস্য আবু সাঈদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইয়ের উপর হামলা করা হয়েছে। তার হাতের কব্জি ও পায়ের বিভিন্ন অংশ মারাত্মক ভাবে জখম হয়েছে। রাতে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলেও সকালে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি এজহার দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available