• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:৪৮ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:৪৮ (20-May-2024)
  • - ৩৩° সে:

মেহেন্দিগঞ্জে ঘরে আগুন দিয়ে ৮৫ বছরের বৃদ্ধাকে হত্যা চেষ্টা

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে সেতারা নামের ৮৫ বছরের এক বৃদ্ধা নারীকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য রাতের আঁধারে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।২৬ ফেব্রুয়ারি সোমবার লিখিত অভিযোগের মাধ্যমে স্থানীয় সংবাদ কর্মীদেরকে জানিয়েছেন বৃদ্ধ ওই নারীর পরিবারের লোকজন। এরআগে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর পর থেকে ক্রমাগত বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে অসহায় এ পরিবারটিকে। বৃদ্ধ সেতারা বেগম একই এলাকার মৃত হোসেন খানের স্ত্রী।অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন বৃদ্ধা ও তার মেয়ে জাহানারা বেগম। মেয়ে জাহানারা বেগম প্রাকৃতিক ডাকে সাড়া দেয়ার জন্য ঘুম থেকে উঠে ঘরের সামনের বারান্দায় আগুন দেখে আত্মচিৎকার করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের গুরুত্বপূর্ণ কিছু আসবাবপত্র পুড়ে যায়।অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত রহিম সিকদারের ছেলে হারুন সিকদার (৫০), তালেব সিকদার ( ৬০), করিম সিকদারসহ আরও ৭, ৮ জন। উল্লেখ্য, মো. হারুন সিকদার বাদি হয়ে বরিশাল আদালতে একটি এম পি (১৪৪/১৪৫) মামলা করেন । পরে ২৬ ফেব্রুয়ারি রাতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে দো-চালা টিনের ঘর উত্তোলন করে হারুন সিকদারের লোকজন।বৃদ্ধের ঘরে আগুনের বিষয়টি কাজিরহাট থানায় জানালে ঘটনা স্থলে পুলিশ এসে তদন্ত করে। বৃদ্ধ সেতারা ও মেয়ে জাহানারা বেগম বলেন, প্রতিপক্ষরা তাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে এবং বর্তমানে তারা ঘর থেকে রাস্তায় বের হতে পারছেন না। তাদের মেরে জায়গা দখলের চেষ্টা করছে প্রতিবেশীরা। এ বিষয়ে অভিযুক্ত ফজলে করিম সিকদার তাদের বিরুদ্ধে সকল ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের সব- কবলা মূলে সাড়ে ১১ শতাংশ জমি তারা দখল করে রাখছে। তাদের দাবি ১২ শতাংশ কিন্তু এরা পাবে ৫ শতাংশ থেকে ৬ তিল কম। উভয় পক্ষের মামলা আদালতে চলমান রয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি আরও বলেন,  বৃদ্ধার ঘরে আগুনের দিন আমি অসুস্থ থাকায় আমাকে নিয়ে সকলে কান্নাকাটি করে ঘরে আগুন দিবো কীভাবে? পরের দিন সকালে শুনছি  ঘরে নাকি আগুন লাগছে। তিনি বরাবরের মতো এই অভিযোগ অস্বীকার করেছেন।