• ঢাকা
  • |
  • রবিবার ৬ই পৌষ ১৪৩২ রাত ১২:১৪:১৭ (21-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মাদারীপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে কিশোর নিহত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে মাহফুজ রহমান শিষ (১৫) এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।২০ ডিসেম্বর মনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মাহমুদা বেগম (৩৫) ও নরুন্নাহার বেগম (৪৫)।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মোস্তফাপুরের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা মাহফুজ রহমান শিষ ও দুই নারী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজ রহমানকে শিষকে মৃত ঘোষণা করেন।মাদারীপুর জেলা হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।