• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩২ ভোর ০৪:০৪:০৯ (03-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩২ ভোর ০৪:০৪:০৯ (03-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিএনপি ক্ষমতায় গেলে আগে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে: গাজী মনির

২ মে ২০২৫ বিকাল ০৩:৪০:১২

বিএনপি ক্ষমতায় গেলে আগে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে: গাজী মনির

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গাজী মনির হোসেন বলেছেন, আজকের আধুনিক সভ্যতার ভিত্তি হলো শ্রমজীবী মেহনতি মানুষের নিরলস পরিশ্রম। তারাই দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তাদের নিরবচ্ছিন্ন পরিশ্রমের মধ্যেই নিহিত রয়েছে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ।

তিনি বলেন, শুধু তাই নয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানসহ সকল প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মেহনতি মানুষের মহিমান্বিত আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণার চিরন্তন আলোকবর্তিকা হয়ে থাকবে। মহান মে দিবসে সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি রইলো আমার শ্রদ্ধা ভালোবাসা আর প্রাণঢালা শুভেচ্ছা।

১ মে বৃহস্পতিবার সকালে মহান মে দিবস উপলক্ষে একান্ত সাক্ষাৎকারে এ শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ শাসনামলে মানুষের গণতান্ত্রিক অধিকারের পাশাপাশি শ্রমিকের অধিকারও হরণ করা হয়েছিল। তারা শ্রমজীবী মানুষের জীবিকার ওপরে একের পর এক আক্রমণ পরিচালনা করে তাদের ভাতের অধিকারও হরণ করেছিল। পক্ষান্তরে তারা এর প্রতিবাদ করলে পুলিশ বাহিনী দিয়ে তাদের কণ্ঠ চেপে ধরা হতো। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলতে পারি, বিএনপি ক্ষমতায় গেলে সবার আগে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করা হবে। তাদের অবহেলিত জীবন থেকে মুক্ত করা হবে। শ্রমিকের ন্যায্য অধিকারের প্রতি গুরুত্ব দিয়ে তাদের সম্মান প্রতিষ্ঠা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ