নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে দশ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
২ মে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।
এর আগে ১ মে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ আসামিদের আটক করে র্যাব।
আটকরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ আমান ওরফে জীবন (৫৪), একই এলাকার মৃত নশু মিয়ার ছেলে মো. মাসু রানা (২৫), মৃত মানিক মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৫০), মো. মোস্তফার স্ত্রী বৃষ্টি (১৯), মৃত মানিক মিয়ার ছেলে ইয়াসিন (১৩)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আসামিরা পরস্পর যোগসাজশে মাদক পরিবহণ ও সরবরাহ করে আসছিল।
আটককৃত আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available