ফুলবাড়ীতে ইয়াবাসহ ২ মাদককারবারি আটক
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়িতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই সুফিয়ান সাওরী ও এএসআই আসাদুজ্জামান-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ২৪ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার রাবাইতারী (রজব আলী ডাক্তারের বাড়ির মোড়) নামক এলাকা থেকে ২৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭,৬০০/- টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে আসে।আটক মাদক কারবারিরা হলেন নাটোর জেলার লালপুর উপজেলার ধানাইদহপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে শাহ আলম (৪০) এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর এলাকার সেলিম রেজার কন্যা সানজিদা ইয়াসমিন (২০)।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।