• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৪৭:০০ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৪৭:০০ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রমিকদের দাবি আদায়ে বিএনপি বদ্ধ পরিকর: মিফতাহ্ সিদ্দিকী

১ মে ২০২৫ বিকাল ০৪:৫৪:২৪

শ্রমিকদের দাবি আদায়ে বিএনপি বদ্ধ পরিকর: মিফতাহ্ সিদ্দিকী

সিলেট ব্যুরো: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, “আজকের এই দিনটি শুধু বাংলাদেশে নয় বিশ্বের ৮০টি দেশে পালিত হচ্ছে। যে স্বপ্ন নিয়ে আমাদের শ্রমিকরা আত্মাহুতি দিয়েছিলেন, সেই স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। আমাদের শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না, নারী শ্রমিকরা মজুরী বৈষম্যের শিকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষক-শ্রমিকদের নিয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচিতে শ্রমিক অধিকারের বিষয়টি গুরুত্ব সহকারে রেখেছেন। বিএনপি শ্রমিকদের দাবি আদায়ে বদ্ধ পরিকর।”

১ মে বৃহস্পতিবার সিলেট জেলা শ্রমিক দল আয়োজিত র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ শ্রমিকদের অধিকার হরণ করেছে। তারা শ্রমিকদের ন্যায্য দাবিকে মেনে নেয়নি এখনও স্বৈরাচারের দোসররা শ্রমিকদের ব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। তাই শ্রমজীবী ভাইদের তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপি রাষ্ট্রপরিচালনার সুযোগ পেলে শ্রমিকদের অধিকার সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ।

জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলামের সঞ্চালনায় নগরীর কুমারপাড়া এলাকায় র‍্যালি পূর্ব সমাবেশে প্রাধান বক্তব্যার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। সেই রক্তস্নাত ইতিহাস আজ আমাদের প্রেরণার উৎস। মে দিবস কেবল একটি তারিখ নয়-এটি হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, মে দিবস মানেই শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার প্রতিষ্ঠার অনন্য ইতিহাস। ১৮৮৬ সালের এই দিনে শিকাগোর শ্রমিকরা তাদের রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন-শ্রমিকের মর্যাদা অম্লান। সেই আন্দোলনের সূত্র ধরে আজকের আধুনিক শ্রমনীতি গড়ে উঠেছে।

অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, মে দিবস আমাদের শিক্ষা দেয়-আন্দোলন আর ঐক্যবদ্ধ প্রয়াসেই শ্রমজীবী মানুষের অধিকার অর্জিত হয়। আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে-আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে থাকব, তাদের পাশে থাকব, এবং দেশের প্রতিটি কল-কারখানায় শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করব।

শ্রমিক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- লিটন আহমেদ চৌধুরী, আব্দুল লতিফ খান, নিজাম আহমদ। সোহেল আহমদ, মইনুল ইসলাম চৌধুরী অপু, জুমেল ইসলাম প্রমুখ।

র‍্যালি শেষে কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজী সুরমান আলীর সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সারাদেশে আরও ১১৩৭ জন গ্রেফতার
১ মে ২০২৫ রাত ০৮:২৮:২০



প্রবাসীদের পক্ষে দাঁড়ালেন হাসনাত
১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:২১

সোমবার দেশে ফিরতে পারেন বেগম জিয়া
১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:৪৭