• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৯:৫০ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৯:৫০ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজনগর বিজিবির অভিযানে বিপুল পরিমাণে অবৈধ কাঠ জব্দ

১ মে ২০২৫ বিকাল ০৩:৩৩:৪২

রাজনগর বিজিবির অভিযানে বিপুল পরিমাণে অবৈধ কাঠ জব্দ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণে অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

১মে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গুইছড়ি নামক স্থানে একদল চোরাকারবারি পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে পাহাড়ের নীচে জমা করে রেখেছে।

গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হাসান, পিএসসি এর নির্দেশনায় হাবিলদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে টহল দল ঐ স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২ সিএফটি সেগুন কাঠ কাঠ জব্দ করে। যার সিজার মূল্য এক লক্ষ চুরাশি হাজার টাকা ।

বিজিবি সূত্রে জানায় যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর কর্তৃক চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ৩৩টি অভিযান পরিচালনা করে সর্বমোট ২৪৬১.৭৩ সিএফটি অবৈধ কাঠ আটক করা হয়েছে। যার সিজার মূল্য তেতাল্লিশ লক্ষ সাঁইত্রিশ হাজার চারশত পঁয়ষট্টি টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজিবি টহলদলের তৎপরতায় রাজস্ব ফাঁকি দেয়া এসব কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে। কিছু অসাধু কাঠ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে কাঠ পাচার করে থাকে। ঊর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


প্রবাসীদের পক্ষে দাঁড়ালেন হাসনাত
১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:২১

সোমবার দেশে ফিরতে পারেন বেগম জিয়া
১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:৪৭