• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:১২:৫৩ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:১২:৫৩ (20-May-2024)
  • - ৩৩° সে:

রাজনগর বিজিবির জোনের অভিযানে ১২৫ ঘনফুট সেগুন ও ৩৫ ঘনফুট গামারী কাঠ জব্দ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর বিজিবি জোনের পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়েছে।২৪ মার্চ রোববার ও ২৫ মার্চ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জোনের আওতাধীন গুলশাখালী, চরুয়াখালী, তেমাথা এবং পোকশাপাড়ায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলমের নির্দেশনায় সহকারী পরিচালক মো. নাজমুল হোসেনের নেতৃত্বে পৃথক পৃথক ৪টি স্থানে অভিযান পরিচালনা করা হয়।এসব অভিযানে আনুমানিক ১২৫ ঘনফুট সেগুন ও ৩৫ ঘনফুট গামারী কাঠ জব্দ করা হয়।জব্দ করা এসব কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এ প্রসংগে রাজনগর জোনে ৩৭ বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে বিজিবির আভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।