খুলনা ব্যুরো: খুলনা খানজাহান আলী এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
৩০ এপ্রিল বুধবার বিকেল ৪টায় নগরীর শিরমনি শহীদ মিনার চত্বর এলাকায় খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে এ কমসূচি পালন করা হয়।
নেতার্কীরা বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সমবেত হন শহীদ মিনার চত্বরে। পরে সেখানে সমাবেশ করেন তারা।
এসময় তারা স্থানীয় যুবদল নেতা মামুন ভূঁইয়া পাপনের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ওসি কবির হোসেনের অপসারণের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদর প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available