• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৫:৩৫ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৫:৩৫ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘোষণা দিয়েও উচ্ছেদ অভিযান পরিচালনা করেনি সড়ক বিভাগ

১ মে ২০২৫ সকাল ১১:০২:৩৩

ঘোষণা দিয়েও উচ্ছেদ অভিযান পরিচালনা করেনি সড়ক বিভাগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হঠাৎ করেই স্থগিত করেছে কর্তৃপক্ষ। এতে করে দখলদাররা আরও বেপরোয়া হয়ে সরকারি জমি দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

৩০ এপ্রিল বুধবার দুপুরে সওজের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানোর কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো কার্যক্রম দেখা যায়নি।

গাজীপুর সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করার কথা ছিল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট না পাওয়ায় অভিযান চালানো সম্ভব হয়নি। যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, তারা নিজেরাই তিন-চার দিনের মধ্যে সরিয়ে নেবে বলে জানিয়েছে। সেই কারণে আজকের অভিযান স্থগিত করা হয়েছে।’

এর আগে গত ২৪ এপ্রিল সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমের স্বাক্ষরে একটি গণবিজ্ঞপ্তি জারি হয়। এতে বলা হয়, ২৯ এপ্রিলের মধ্যে মাওনা থেকে ধামরাই আঞ্চলিক সড়ক, চন্দ্রা-নবীনগর সড়ক ও কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকা আশপাশের স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায় ৩০ এপ্রিল উচ্ছেদ অভিযান চালানো হবে।

কিন্তু শেষ পর্যন্ত অজ্ঞাত কারণে ৩০ এপ্রিল বুধবার উচ্ছেদ অভিযান চালানো হয়নি।

এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সিলেটে মে দিবস পালন
১ মে ২০২৫ দুপুর ০২:৪৭:৫১