• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:৩৪:৫৭ (16-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নওগাঁয় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সামাজিক উন্নয়নমূলক সংগঠন  ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।২৮ জুলাই সোমবার সকালে উপজেলার চৌমাশিয়া দারুল আরকাম কওমি মাদ্রাসায় কর্মসূচির উদ্বোধন করেন ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি গাজীউল ইসলাম সোহাগ।কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি ২২০টি গাছের চারা বিতরণ করা হয় এবং মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের রাস্তার পাশে প্রায় ৩০টি গাছের চারা রোপণ করা হয়। এসময় বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সচেতনতা তুলে ধরেন আয়োজকরা।অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রিজভীসহ জবা সরকার, সিয়াম সিদ্দিকী, হাসিবুর রহমান, রিমন পারভেজ, চন্দন কুমার, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।