খুলনা প্রতিনিধি: শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় কুয়েটের অনশনরত শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করে তাদের শাস্তি মওকুফের সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়।
২৩ এপ্রিল বুধবার সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. আনিছুর রহমান ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available