• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৩৫:১৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৩৫:১৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

৩০ মার্চ ২০২৫ সকাল ১১:০১:১৩

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

৩০ মার্চ রোববার সকাল পৌনে ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তা থেকে আসা তাকওয়া পরিবহনের একটি বাস কোনাবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী এলাকায় এই সংঘর্ষে গুরুতর আহত হন অটোরিকশার পাঁচ যাত্রী। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নারীসহ তিনজন নিহত হন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) আশরাফুল ইসলাম বলেন, কোনাবাড়িতে বাস ও অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাইকোর্টে চিন্ময় দাসের জামিন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৫:২৫