ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বাচ্চাদের পোষাকে ধার্যের চেয়ে অতিরিক্ত ভ্যাট আদায়ের দায়ে ‘শৈশব ফ্যাশন হাউজ’র শোরুমকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৭ ফেব্রুয়ারি সোমবার এক ভোক্তার অভিযোগের শুনানি শেষে ওই ফ্যাশন হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মো. আব্দুর রাজ্জাক নামে এক ক্রেতা গত ২৭ জানুয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্ট রোডের এফএ টাওয়ারের চতুর্থ তলার শৈশব ফ্যাশন লিমিটেড শোরুম থেকে কেনা একটি পার্টি ফ্রকে ভ্যাটসহ মূল্য নির্ধারণ করা থাকলেও অতিরিক্ত ভ্যাট আদায় করা হয়। ফ্রকটির গায়ে ভ্যাট সংযুক্ত মূল্য ২৬৯৫ টাকা উল্লেখ থাকার পরেও তারা অতিরিক্ত ১৫% হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় করেন।
অভিযোগের ভিত্তিতে শুনানি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ নম্বর ধারা লঙ্ঘন করে ধার্যকৃত মূল্যের অতিরিক্ত দামে বিক্রয় করার অভিযোগ প্রমাণিত হওয়ায় শৈশব শোরুমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগকারী মো. আব্দুর রাজ্জাক বলেন, বাজারে প্রচলিত প্রায় প্রতিটা পণ্যেই ভ্যাটসহ সর্বোচ্চ খুচরা মূল্য লেখা থাকে। যদি এরপর অতিরিক্ত অর্থ আদায় করা হয় তাহলে ‘সর্বোচ্চ খুচরা মূল্য’ লেখা সম্পূর্ণ অর্থহীন। এছাড়া গত ২২ জানুয়ারি তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নিজস্ব ব্র্যান্ড সম্বলিত তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে ১০% হারে ভ্যাট আদায়ের বিধান রয়েছে। কিন্তু শোরুম কর্তৃপক্ষ ভ্যাট-সংযুক্ত মূল্য উল্লেখ থাকা সত্ত্বেও অতিরিক্ত ১৫% হারে ভ্যাট আদায় করেছেন, যা স্পষ্টতই অন্যায় এবং নিয়ম বহির্ভূত।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, শৈশব ফ্যাশন লিমিটেড শোরুমের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ নম্বর ধারা লঙ্ঘন করে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় করার অভিযোগে জরিমানা করা হয়েছে। আইনের বিধান অনুযায়ী, অভিযোগকারীকে প্রণোদনা হিসেবে ২৫ শতাংশ হারে টাকা প্রদান করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available