• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৪৮:০৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৪৮:০৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ডুমুরিয়ায় অবৈধ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

৬ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৪৪:২২

ডুমুরিয়ায় অবৈধ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ইট প্রস্তুত ও পোড়ানো এবং ইটভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অধিকাংশ ইটভাটার জ্বলন্ত চুল্লিতে পানি ছিটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

৬ জানুয়ারি সোমবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালিয়ে জরিমানা ও চুল্লি নিষ্ক্রিয় করেন। খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আসাদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ইটভাটা গুলো হলো- খর্ণিয়া ব্রিজের উত্তর পাশে অবস্থিত শাহাজান জমাদ্দার মালিকানাধীন সান ব্রিক্সে ২ লাখ টাকা, রানাই এলাকায় অবস্থিত মেরী ব্রিক্সে ২ লাখ টাকা, আব্দুল লতিফ জমাদ্দারের জে.বি ব্রিক্সে ২ লাখ টাকা, আমিনুর রসিদ মালিকানাধীন লুইন ব্রিক্সে ২ লাখ টাকা, চহেড়া এলাকার গাজি আব্দুল হকের সেতু ব্রিক্সে ১ লাখ এবং শোলগাতিয়া এলাকায় ইকবাল জমাদ্দারের স্টোন ব্রিক্সে ২ লাখ টাকা জরিমানাসহ মোট ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

গত বৃহস্পতিবার উপজেলার শোলমারী নদী তীরবর্তী এন,কে,বি ব্রিক্সে ৫ লাখ টাকা ও এস,বি ব্রিক্সে ২ লাখ টাকা এবং সেতু ব্রিক্সে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ও শোলগাতিয়া এলাকায় ভদ্রা ও হরি নদীর চর ভরাটিয়া জমির কিছু অংশ দখল করে গড়ে উঠেছে বেশ কয়েকটি ইট ভাটা। ইট ভাটাগুলোর লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হলেও অবৈধভাবে তা পরিচালিত হয়ে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯