• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৩১:২৫ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৩১:২৫ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নলডাঙ্গায় ডাকাতির অভিযোগে নারীসহ ৬ জন গ্রেফতার

১৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:২৩:৪৬

নলডাঙ্গায় ডাকাতির অভিযোগে নারীসহ ৬ জন গ্রেফতার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ডাকাতের অভিযোগে নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া একটি ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্ৰেফতাররা হলো- নওগাঁ জেলার মান্দা থানার আবিদ্য গ্ৰামের নাসিরুদ্দিন প্রামাণিকের ছেলে মো. শান্ত ইসলাম (২৪), একই জেলার একই থানার চক বালু গ্রামের গয়েশ উদ্দিনের ছেলে মো. রাকিবুল হাসান (২৩), রানীনগর উপজেলার বিসিয়া গ্রামের ইউসুফ সর্দারের ছেলে মো. নাঈম সর্দার (২৪), বদলগাছি থানার কলার পালশা মধ্যপাড়ার আব্দুল মণ্ডলের ছেলে মো. আসাদুল ইসলাম (৪২), বদলগাছি থানার বিলাসবাড়ি এলাকার মৃত আলম হোসেনের মেয়ে মোছা. নিশা (২২) ও নওগাঁ সদরের আর্জি নওগাঁ মহল্লার মৃত আহাদ আলির ছেলে মো. হারুনুর রসিদ (৫২)।

নলডাঙ্গা থানার এজাহার সূত্রে জানা যায়, নাটোর শহরের বনবেল ঘড়িয়া এলাকার মৃত হাফিজ উল্লাহর ছেলে আব্দুস সোবাহান (৪৫) প্রতিদিনের ন্যায় ২৪ নভেম্বর রাত দুইটার দিকে নাটোর শহরের একতার মোড়ে যাত্রী বহনের জন্য অবস্থানকালে অজ্ঞাতনামা ৫ জন পুরুষ এবং ১ জন মহিলা যাত্রী তার অটোরিক্সা রিজার্ভ নেয়। যাত্রী নিয়ে নওগাঁ জেলার আত্রাই এলাকায় যাওয়ার জন্য  রওনা করে। পরবর্তীতে রাত আড়াইটার দিকে নলডাঙ্গা হতে আত্রাইগামী মহাসড়কের বীর কুৎসা (দুর্লভপুর) ১ম ব্রিজের উপর পৌঁছামাত্র যাত্রীবেশে ডাকাতরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে আব্দুস সোবাহানকে কুপিয়ে জখম করে ফেলে দেয়। পরে আসামীরা সোবহানের ব্যক্তিগত মোবাইল, টাকাসহ ব্যাটারি চালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে নাটোরে ফিরে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে ১৮ ডিসেম্বর ডাকাতির শিকার আব্দুস সোবহান বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

মামলার পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার মূল রহস্য উদ্‌ঘাটন করে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে বগুড়া এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করে। এসময় ডাকাতি হওয়া ব্যাটারি চালিত অটোরিকশাটি উদ্ধার করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১