• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০২:২০:৫৩ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০২:২০:৫৩ (01-May-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

চট্টগ্রামে ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:২৪:৫৩

চট্টগ্রামে ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী জসিম উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

১৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯টার দিকে বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। আজ ১৮ ডিসেম্বর বুধবার ভোরে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ধারালো কোনো অস্ত্র দিয়ে জসিমের গলার এক পাশে আঘাত করার ফলে হয়তো শ্বাস নালি কেটে যায়। পরে চিকিৎসাধীন অবস্থার আজ ১৮ ডিসেম্বর বুধবার সকালে তার মৃত্যু হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

জানা যায়, জসিম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তবে জসিমের পরিবারের অভিযোগ, বিএনপির রাজনীতি সাথে সম্পৃক্ত থাকায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের চাচা বশির আহমদ জানান, ময়লার ডিপোর সাথে তাদের বাসা। ডিপোতে নষ্ট ভাত ফেলানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। মূলত আমার ভাতিজা বিএনপি নেতা খসরুর গ্রুপের রাজনীতি করতো। বিএনপি করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ আজাদীকে বলেন, ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের যেভাবে গুম করে অপহরণ করে হত্যা করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১