• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৬:০৫:১৭ (03-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৯শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৬:০৫:১৭ (03-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টঙ্গীতে চাঁদা দাবির প্রতিবাদে শিল্প উদ্যোক্তার সংবাদ সম্মেলন

২৮ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:০২:৪২

টঙ্গীতে চাঁদা দাবির প্রতিবাদে শিল্প উদ্যোক্তার সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে চাঁদা দাবি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুমিন উল্লা নামে একজন শিল্প উদ্যোক্তা।

২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে টঙ্গী বিসিক এলাকায় মুমিন উল্লার নিজ প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী শিল্প উদ্যোক্তা জিন্স কালেকশন নামে একটি ওয়াশিং কারখানার ব্যবস্থাপনা পরিচালক।

সংবাদ সম্মেলন ভুক্তভোগী বলেন, বিসিক শিল্প এলাকায় দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছেন তিনি। সেই সুবাদে স্থানীয় দুটি কারখানার ভাড়ার চুক্তিপত্রে সাক্ষী হয়েছিলেন তিনি। পরে দুই প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ সৃষ্টি হলে একপক্ষ তাকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় কথিত একটি অনলাইন টিভিতে তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ওই কথিত সাংবাদিক বিভিন্ন সময় প্রতিষ্ঠানে এসে টাকা দাবি করে আসছিল।

এছাড়াও মদিনা ওয়াশিং কারখানার মালিক মুস্তাফিজুর রহমান তাকে একাধিক বার প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এঘটনায় তিনি টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এসময় গণমাধ্যম কর্মীদের কাছে সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই চক্রটি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই শিল্প উদ্যোক্তা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জিন্স কালেকশনের নির্বাহী পরিচালক শাহ আলম দুলাল, পরিচালক এনায়েত হোসেন ভুইঁয়াসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উত্তরায় বিওয়াইডি’র শাখা উদ্বোধন
২ আগস্ট ২০২৫ রাত ১১:৩৯:১০






বরিশালের কোচ হলেন আশরাফুল
২ আগস্ট ২০২৫ রাত ০৮:১৮:৩১



ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯
২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:১১