• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৩৫:৪১ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৩৫:৪১ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বামনায় বাজারের আবর্জনা পরিষ্কার করেছে শিক্ষার্থীরা

১৭ আগস্ট ২০২৪ বিকাল ০৫:৩৬:৫৯

বামনায় বাজারের আবর্জনা পরিষ্কার করেছে শিক্ষার্থীরা

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলায় প্রধান সড়কের আবর্জনা ও ডৌয়াতলা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফেলা রাখা ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা। এতে প্রশংসায় ভাসছেন তারা।

১৭ আগস্ট শনিবার সকাল ১০ টা হতে বেলা ১ টা পর্যন্ত চলে ময়লা আবর্জনা পরিচ্ছন্নতার কাজ।

জানা যায়, ডৌয়াতলা বাজার ও রাস্তাঘাটে ময়লা আবর্জনায় ভরপুর ছিল। বাজার কমিটি ও ব্যবসায়ীরা ময়লা আবর্জনা পরিষ্কারে উদ্যোগ গ্রহণ না করায় শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এসব পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নামেন।

এ সময় শিক্ষার্থীরা ব্যবসায়িদের উদ্দেশ্য বলেন, দেশ আপনার আমার সবার। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব সবার। সব দোকানিকে ময়লা আবর্জনা রাস্তায় রাস্তায় না ফেলে নিজ দোকানের সামনে ময়লা নিদিষ্ট ঝুড়ির মধ্যে রাখার অনুরোধ করেন শিক্ষার্থীরা।

তারা বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাইকোর্টে চিন্ময় দাসের জামিন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৫:২৫