• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৩৬:২৯ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৩৬:২৯ (20-May-2024)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ক্লিন সিটির উদ্যোগে পরিচ্ছন্নতা উৎসব

মানিকগঞ্জ প্রতিনিধি: সকাল ১০টা বাজতেই ২ শতাধিক তরুণ ও যুবক নেমে এলো শহরের রাস্তায়। ঝাড়ু হাতে রাস্তা ও ব্রিজের ময়লা-আবর্জনা পরিষ্কার শুরু করেন তারা। এই পরিচ্ছন্নতা অভিযান চলে দুপুর পর্যন্ত। ৬ মার্চ শনিবার মানিকগঞ্জ শহরের বেউথা ব্রিজ ও ব্রিজ সংলগ্ন রাস্তায় চলে এ পরিচ্ছন্নতা উৎসব।আরও পড়ুন : মাঠে ফিরছেন লিওনেল মেসিক্লিন সিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনের এ পরিচ্ছন্নতা উৎসবের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবীদের অধিকাংশই স্কুল ও কলেজের তরুণ শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দেন এলাকার গণ্যমান্য বয়স্করাও।রাস্তা থেকে ময়লা আবর্জনা কুড়িয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয় বলে জানান আয়োজকরা।স্থানীয় একটি দোকানের মালিক শহীদুল ইসলাম বলেন, তারা আসার আগে এই এলাকা ছিল আবর্জনায় ভরা। সবাই মিলে হাত লাগিয়ে মুহুর্তেই এটি এখন পরিচ্ছন্ন, ফিটফাট।এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মোরশেদ আলী সুমন।ক্লিন সিটির সভাপতি হাসেম আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লালটু বলেন, শুধুমাত্র সড়ক পরিচ্ছন্ন করাই মূল উদ্যেশ্য নয়, বরং সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়াই প্রধান কথা। আশা করছি, সবাই নিজেদের শহর পরিচ্ছন্ন রাখবে।সকল সহায়তার আশ্বাস দিয়ে এ সময় মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ ক্লিন সিটির সকল সদস্যদের সাধুবাদ জানাই। আগামীতে এ সংগঠনের সকল কার্যক্রমে আমি এবং আমার পৌরসভা  পাশে থাকবে।