• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:১৯:২৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:১৯:২৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে নকল ওষুধ তৈরির অভিযোগে আটক ২

১৫ মে ২০২৪ বিকাল ০৫:৫০:২২

কেরানীগঞ্জে নকল ওষুধ তৈরির অভিযোগে আটক ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১০।

আটকরা হলো, মো. আলী আকবর (২০) ও মো. দুর্জয় (২০)।

১৫ মে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।

তিনি জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিঞ্জিরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ এবং ভেজাল ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২ হাজার ৩৫০ পিস ভেজাল ওষুধ এবং ভেজাল ওষুধ তৈরির কাজে ব্যবহৃত ২৫টি পাঞ্চস্টিক, ৩টি প্লাস্টিকের নীল রংয়ের ড্রামে সর্বমোট ৮০ কেজি ট্যাবলেট ও পাউডার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, তারা ভেজাল ওষুধ প্রস্তুতকারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে মেসার্স বোটানিক ল্যাবরেটরিজ (ইউনানি) ওষুধ কোম্পানির নাম ব্যবহার করে বিভিন্ন নকল ও ভেজাল ওষুধ তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। যা কোম্পানির সুনাম বিনষ্ট ও ক্ষতি সাধন করে আসছে। তাছাড়া তাদের উৎপাদিত নকল ও ভেজাল ওষুধ উৎপাদন, সরবরাহ ও বিক্রির ফলে জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে ব্যাপক প্রভাব ফেলছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ
২৭ জুলাই ২০২৪ সকাল ০৯:২৪:৫২