• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৫৭:০২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৫৭:০২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চরফ্যাশনে নকল ডিংকো জুস কারখানার সন্ধান, মালিকের কারাদণ্ড

২৮ এপ্রিল ২০২৪ সকাল ০৯:৪০:১৩

চরফ্যাশনে নকল ডিংকো জুস কারখানার সন্ধান, মালিকের কারাদণ্ড

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে নকল ডিংকো জুস তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২৭ এপ্রিল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীভূষণ এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকুল বেপারী বাড়িতে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিদের নেতৃত্বে থানা পুলিশসহ অভিযান চালিয়ে নকল জুস তৈরির মেশিন, রং ও ক্যামিকেল জব্দ করেন।

এসময় নকল জুস কারখানা মালিক আয়াত উল্লাহকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আয়াত উল্লাহ এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম বেপারীর ছেলে।

জানা যায়, এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নকল জুস তৈরির কারখানা মালিক আয়াত উল্লাহ নিজ বসত ঘরে মেশিন বসিয়ে বিভিন্ন কম্পানির স্টিকার ও নকল ডিংকো নাম ব্যবহার করে নকল জুস, শিশু খাদ্য ও জেলি তৈরি করে বাজারজাত করে আসছিলেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিদ ওই ইউনিয়নের বকুল বেপারী বাড়িতে গড়ে তোলা নকল জুস কারখানায় অভিযান চালিয়ে নকল জুস তৈরির মেশিন এবং ক্যামিকেল জব্দ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিদ জানান, অভিযান চালিয়ে নকল জুস তৈরির একাধিক মেশিন ও ক্যামিকেল জব্দ করা হয়েছে। এঘটনার দায়ে কারখানা মালিক আয়াত উল্লাহকে তিন মাসের বিনাশ্রম কারদণ্ড দেয়া হয়েছে। জব্দকৃত মালামাল জব্দকারী কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ