• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪৫:১১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪৫:১১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লরেন্স বেকারিতে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করায় মালিকের কারাদণ্ড

১৫ মার্চ ২০২৪ সকাল ১১:৫১:৪৮

লরেন্স বেকারিতে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করায় মালিকের কারাদণ্ড

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের বান্দুরা বাজারের বেকারির মধ্যে ব্র্যান্ডিং হিসেবে ক্রেতাদের কাছে পরিচিত, ‘লরেন্স বেকারিতে বিক্রি করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য। এছাড়া নোংরা পরিবেশে তৈরি হচ্ছে রুটি বিস্কুট, কেকসহ বেকারির বিভিন্ন খাবার। এমন অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন৷

১৪ মার্চ বৃহস্পতিবার বান্দুরা বাজারে আদি লরেন্স বেকারিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম৷

থানা পুলিশের সহযোগিতায় ওই বেকারিতে তল্লাশি করলে বিভিন্ন কোম্পানির ৭ রকমের মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, কোকাকোলা পানীয় ও শিশু খাদ্য পাওয়া যায়৷ মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি করার অপরাধে আটক করা হয় আদি লরেন্স বেকারির মালিক ইমানুয়েল কাজল রোজারিওকে৷

আটক ইমানুয়েলকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ দিনের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট৷ এছাড়া এই বেকারিতে নোংরা পরিবেশ খাবার তৈরি করায় কারখানার সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়৷

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. হালিম এশিয়ান টিভি অনলাইনকে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিস্কুটসহ বিভিন্ন খাবারে কোনটা ১০ মাস, আবার কোনটা ৬ মাস আগে মেয়াদ শেষ হয়েছে। অথচো ঔসব খাবার দোকানে সাজিয়ে রেখে বিক্রি করে আসছে আদি লরেন্স বেকারিতে৷ বিষয়টি সত্যতা মিললে আদি লরেন্স বেকারির মালিককে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়৷

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ