• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৫১:৫৫ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৫১:৫৫ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পুলিশের রেকার গাড়ির চাপায় রিকশাচালক নিহত, প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অব‌রোধ

৬ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:৫০:৩৩

পুলিশের রেকার গাড়ির চাপায় রিকশাচালক নিহত, প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অব‌রোধ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের চাপায় শাহিন (২০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। 

এ ঘটনার প্রতিবাদে ২ ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিকশাচালক ও বিক্ষুব্ধ জনতা।

৬ মার্চ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন উপজেলার কোগারিয়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে। আহত রিকশাচালক আসাদুল ইসলাম (৩৩) উপজেলার ভাগদড়িয়ে গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রিকশা নিয়ে থানা মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন শাহিন। এসময় থানা থেকে পুলিশের রেকার গাড়িটি মহাসড়কে ওঠার সময় শাহিনের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শাহিন। দুর্ঘটনার সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় আসাদুল নামে আরো একজন রিকশাচালক আহত হন। আহত রিকশাচালককে স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় প্রতিবাদের আগুন জ্বালিয়ে বিক্ষুব্ধ জনতা প্রায় ২ ঘণ্টা ধরে মহাসড়কে অবরোধ করে কিক্ষোভ করে। 

পরে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। প্রায় ৩ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ