• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই মাঘ ১৪৩২ রাত ০২:৪৭:৩৭ (30-Jan-2026)
  • - ৩৩° সে:
বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেছেন।তারা লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন। দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন।১৯ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফুজি টাওয়ারের সামনে রিকশাচালকরা সড়ক অবরোধ করেন। এর ফলে কুড়িল থেকে রামপুরা সড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি দাবি নিয়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা সড়ক অবরোধ করেছে। মেট্রোরেলের কাজ ইতোমধ্যে চলছিল, আর সড়ক অবরোধের কারণে যানজটের ভোগান্তি আরও বেড়ে গেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং তাদেরকে সরানোর চেষ্টা করছি।’