• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৫১:০৩ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৫১:০৩ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

৪ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:২৩:২১

ফরিদপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুর শহরে অবৈধ বালির ট্রাক চলাচল বন্ধ করা এবং সড়ক দুর্ঘটনায় নিহত আলভি হত্যায় জড়িতদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

৪ মার্চ সোমবার দুপুরে ফরিদপুরবাসীর ব্যানারে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় বক্তারা জানান, কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে শহরে দিনে-রাতে হরহামেশা অবাধে বালির ট্রাক চলাচল করছে। এতে দুদিন আগে আলভি নামে এক যুবক মারা গেছেন। তারপরেও বালির ট্রাক চলাচল বন্ধ হয়নি। তারা এতে ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, শহরের মুজিব সড়কের ডিসি অফিস থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত খুবই জনবহুল। এখানে অনেকগুলো হাসপাতাল ও স্কুল রয়েছে। প্রতিদিন ছাত্র-ছাত্রী ও রোগীসহ সাধারণ জনগণকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার করতে হয়। সড়কের উপরে কোনো জেব্রা ক্রসিংও নেই।

বক্তারা আরও বলেন,  বালির ট্রাকের চাপায় আলভির মৃত্যুর পরে তিনধাপের গতিরোধক তুলে ফেলা হয়েছে। তবে এখন পর্যন্ত বালির ট্রাক চলাচল নিয়ন্ত্রণে আসেনি। আমরা চাই না আর কোনো মায়ের কোল খালি হোক। তারা এজন্য স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়রসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত আলভির সহকর্মী শবনম বেগম, নুরে আলম বাপ্পি, শফিকুল ইসলাম, দীন মোহাম্মদ, রমজান আলী প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার রাতে মুজিব সড়কে চলাচলরত বালিবাহী বেপরোয়া ট্রাকের চাপায় মোমিন আহমেদ আলভি নামে ২৪ বছরের এক যুবকের মৃত্যু হয়। সোমবার পর্যন্ত ট্রাকটি সনাক্ত করা যায়নি। চালকও পলাতক আছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এসএসসির ফল জানা যাবে যেভাবে
১২ মে ২০২৪ দুপুর ১২:০৯:১০