• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:০২:৪৩ (03-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৯শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:০২:৪৩ (03-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে ভাইয়ের হাত থেকে বাঁচতে বোনের সংবাদ সম্মেলন

২৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:১৮:৫৫

গাজীপুরে ভাইয়ের হাত থেকে বাঁচতে বোনের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে সৎ ভাইদের হাত থেকে বাঁচতে এবং বাবার দেওয়া সম্পত্তির মালিকানা ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন সুরাইয়া রোমান নামের এক ভুক্তভোগী। ২৫ ফেব্রুয়ারি রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সারদাগঞ্জ পুকুরপাড় এলাকায় এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ও তার স্বামী মিরাজ খান।  

সংবাদ সম্মেলনে সুরাইয়া রোমান বলেন, ৪ বছর বয়সে আমার বাবা আমাকে সাফ কবলা দলিল করে ৯.৯০ শতক জমি লিখে দেন। বাবা নিজ দায়িত্বে ওই জমিতে দুইটি বিল্ডিং করে দেয়। বাড়ির নাম রাখেন সুরাইয়া ভিলা, কিন্তু আমার বিয়ে হলে স্বামীর সংসারে চলে যাই। তার কিছু দিন পরে আমার বাবা মারা যায়। পরে জানতে পারি আমাকে দেওয়া জমির ৫.৭৭ শতক আমার দুই সৎ ভাই মিজানুর রহমান সোহান ও সোহাইল মাহমুদ আমাকে নাবালিকা ও অবিবাহিত দেখিয়ে মায়ের নামের স্থানে সৎ মায়ের নাম দিয়ে ২.৪৭ ও ৩.৩০ শতক জমির দুটি ভুল দলিল মূলে আমার বাবাকে অভিবাবক বানিয়ে লিখে নেন।

তিনি আরও বলেন, তারা সম্পূর্ণ মালিকানা দাবিতে ভাড়া উঠানোর চেষ্টা করেন। এবিষয়ে স্থানীয় কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করলে থানার ওসি দুই পক্ষকে বাড়ি ভাড়ার টাকা ভাগ করে নিতে বলে। আমি উপায় না পেয়ে গাজীপুর সিনিয়র সহকারী জজ, ১ম আদালতে দলিল বাতিলের মামলা দায়ের করি। টানা তিন বছর চলে মামলা। তারপর ২০২৩ সালে সেই মামলার ডিগ্রি পাই আমি। পরে আমি তাদের জানালে তারা মানতে চায় না। এর পরে থেকে চলতে থাকে সৎ ভাইদের সাথে দ্বন্দ্ব।

ভুক্তভোগী বলেন, সৎ ভাইয়েরা এলাকার স্থানীয় সন্ত্রাসী কামরুজ্জামান খান, মাসুদ রানা, সারোয়ার হোসেনসহ আরো কয়েক জনকে নিয়ে আমার বিল্ডিং দখল করতে পাঁয়তারা শুরু করে। আমার স্বামীকে মারধরের হুমকি প্রদান করতে থাকে। আমি এই সন্ত্রাসীদের ওই জমির দলিল ও কোর্টে ডিগ্রি দেখাইলে তারা আমার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। বর্তমানে আমাদের জীবন নিয়ে শঙ্কায় আছি। যেকোনো সময় তারা আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। এসময় ভুক্তভোগী কান্না জড়িত কণ্ঠে প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা এবং বাবার দেওয়া সম্পত্তি ফিরে পেতে আকুল আবেদন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উত্তরায় বিওয়াইডি’র শাখা উদ্বোধন
২ আগস্ট ২০২৫ রাত ১১:৩৯:১০






বরিশালের কোচ হলেন আশরাফুল
২ আগস্ট ২০২৫ রাত ০৮:১৮:৩১



ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯
২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:১১