• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২৯:২১ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২৯:২১ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

২৪ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৫৪:৪১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় শ্রমিক নিহতের জেরে অবরুদ্ধ মহাসড়কে চার ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে নিলে মহাসড়ক দুপুর পৌনে ১২টায় যান চলাচল স্বাভাবিক হয়।

২৪ ফেব্রুয়ারি শনিবার সকাল পৌনে ৮টায় মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাগির ধাক্কায় গার্মেন্টকর্মী মুনিরা বেগম (৩০) নিহত হন।

এ ঘটনার জেরে আশপাশের কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় গাড়ি ভাঙচুর ও সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন দেন তারা।

এলাকাবাসী জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘদিন ধরে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় মহাসড়কের ডিভাইডার উঠিয়ে দেওয়া হয়েছে। যে কারণে পুরো সড়কের সবস্থান দিয়েই সড়ক পারাপার হওয়া যায়। এতে প্রায়ই সড়ক পারাপার হতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটছে।

গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত একজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এসময় শ্রমিকরা বিভিন্ন ধরনের দাবি জানার।

তিনি জানান, দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো সড়কের মাঝখানে বিআরটি প্রকল্পের লেন বন্ধ করার। প্রকল্পের কর্তৃপক্ষকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হবে। তাৎক্ষণিকভাবে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। পরে দুপুরে পৌনে ১২টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩