• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৩৪:৪৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৩৪:৪৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

৪৩৪ বস্তা নিম্নমানের চিনি জব্দ, ব্যবসায়ীকে আড়াই লক্ষ টাকা জরিমানা

১৭ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:৩৯:১১

৪৩৪ বস্তা নিম্নমানের চিনি জব্দ, ব্যবসায়ীকে আড়াই লক্ষ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বিভিন্ন ব্র্যান্ডের চিনির নাম ব্যবহার করে বস্তায় নিম্নমানের চিনি বিক্রি ও মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা এবং জব্দ করা ৪৩৪ বস্তা চিনি খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির ব্যাবস্থা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টার দিকে শহরের দুধ বাজার এলাকায় মেসার্স আল মাসুদ জেনারেল স্টোরের মালিক মো. মাসুদ খানকে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।  

এ সময় তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ট্রাকে তীর ব্র্যান্ডের বস্তায় নিম্নমাণের চিনি বাজারে এসেছে। আসন্ন রমজানকে উপেক্ষা করে নিম্নমাণের চিনি দিয়ে তীর ও ফ্রেশের বস্তায় পুনরায় প্যাকেট জাত করে চিনি এই ব্যবসায়ী কিনে এনেছেন। শুক্রবার দুপুরে মেসার্স আল মাসুদ জেনারেল স্টোরের গুদামে অভিযান চালিয়ে এ বিষয়ের সত্যতা পাওয়া যায়। 

তিনি আরও বলেন, নিম্নমানের চিনি অসৎ উদ্দেশ্যে অধিক লাভের আশায় কমদামে টাঙ্গাইল থেকে এই ব্যবসায়ী নিয়ে এসেছেন।

ব্যবসায়ী মো. মাসুদ খান বিষয়টি স্বীকার করেছেন, যে তার গুদামে থাকা চিনি তীর বা ফ্রেশ ব্র্যান্ডের না। পরে নিম্নমানের চিনি বিক্রি ও মজুদের অপরাধে তাকে আড়াই লাখ টাকা জরিমানা ও জব্দ করা ৪৩৪ বস্তা চিনি খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪