• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০৫:২৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০৫:২৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অনলাইন জুয়ায় জড়িত পাঁচজনকে এক মাসের কারাদণ্ড

১৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:০৮:০৯

অনলাইন জুয়ায় জড়িত পাঁচজনকে এক মাসের কারাদণ্ড

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। অতি লোভে পড়ে জুয়ার ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম আকৃষ্ট হচ্ছে বিভিন্ন জুয়ার সাইটে। আর এসব সাইট থেকে যুব সমাজকে রক্ষা করতে চলছে প্রতিনিয়তই অভিযান।

১৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া বাংলাবাজার ও সুবর্ণখুলী মুশাহার পাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দীন ও থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আনোয়ার হোসেন, হাচানুর ইসলাম, ঝগড়ু পাড়ার গালিব ইসলাম, আংগারপাড়ার সুবর্ণখুলী মুসাহারপাড়ার উজ্জ্বল ভুঁইয়া ও সৈয়দপুর গোলাহাট এলাকার সুমন ইসলাম।  

এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ও ৮৪টি সিম কার্ড জব্দ করা হয়। অনলাইন জুয়ায় জড়িত থাকার দায়ে প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ সালের ৪ ধারা অনুযায়ী প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর আটক পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়া প্রতিরোধে থানা পুলিশ সজাগ রয়েছে।’

ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, ‘জুয়া ও মাদক সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধিমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়ামুক্ত খানসামা উপজেলা গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ