অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
পঞ্চগড় প্রতিনিধি: ‘তরুণ মন গড়ুক দেশ, জুয়ার নেশা করুক শেষ’ এই প্রতিপাদ্য সামনে রেখে অনলাইন জুয়ার ভয়াল থাবা নির্মূলের লক্ষ্য নিয়ে এক সচেতনতামূলক সেমিনার পঞ্চগড়ের বোদা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়।২৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় পঞ্চগড় অনলাইন জুয়াবিরোধী কমিটি এ সেমিনারের আয়োজন করে।ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. মোকারম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন কমিটির আহ্বায়ক এএফএম তানজিরুল ইসলাম।সেমিনারে অন্যান্যদের মধ্যে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দীন, কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের, সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, অধ্যাপক ইমরান আল আমিন, সহ. অধ্যাপক রবিউল হাসান লিটন, প্রভাষক মাজেদুল ইসলাম আকাশ, অ্যাডভোকেট নয়ন, মাওলানা শাহ ইমরানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনারে কয়েকজন ইমাম ও ভুক্তভোগী জুয়ার বাস্তব ঘটনা তুলে ধরেন।বক্তারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিভঙ্গির আলোকে জুয়ার কুফল তুলে ধরেন। একইসঙ্গে জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যমান আইনের সংশোধনী এনে এর প্রয়োগ করার দাবি জানান। কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট এম এ কে মিলন সেমিনারটি সঞ্চালনা করেন।সেমিনার শেষে উপস্থিত সকলে লাল কার্ড প্রদর্শন করে অনলাইন জুয়াকে প্রত্যাখ্যান করেন।এ সময় সেমিনারে উপজেলার সকল মসজিদের ইমাম, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ভুক্তভোগী ও গণমাধ্যম কর্মীসহ শতাধিক উপস্থিত ছিলেন।